দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে তালিকাভুক্ত ৩ মেগা কোম্পানি সূচক টেনে ধরে বাজারে পতন ঘটাতে চেয়েছে। কোম্পানিগুলো টেনে ধরতে চেয়েছিলো ডিএসইর প্রধান সূচক। এই ৩ কোম্পনির মধ্যে রয়েছে ওয়ালটন, গ্রামীণফোন এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ ওয়ালটন হাইটেক সবচেয়ে বেশি সূচককে টেনে ধরতে চেয়েছে। ডিএসইর সূচক টেনে ধরার ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ১১.০৯ পয়েন্ট। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৫৪ শতাংশ। যে কারণে হিসাব মতো ডিএসইর সূচক কমেছে ১১.০৯ পয়েন্ট।
ডিএসইর সূচক টেনে নামানোর দ্বিতীয় কোম্পানি ছিল গ্রামীণফোন লিমিটেড।

কোম্পানিটির শেয়ার দর কমেছে আজ ০.৬০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৫.৮০ পয়েন্ট। একইভাবে স্কয়ার ফার্মার শেয়ার দর কমেছে ০.৮৩ শতাংশ। এতে করে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.৩১ পয়েন্ট।

এই ৩ মেগা কোম্পানির দায়ে আজ সূচক কমেছে ২.২০ পয়েন্ট। যা ডিএসইর সূচক বৃদ্ধির ৭৪ শতাংশ। অর্থাৎ আজ ডিএসইর সূচক যে পরিমাণ বেড়েছে তার ৭৪ শতাংশ সূচক কমেছে এই তিন কোম্পানির দায়ে। আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৭.০১ পয়েন্ট।