দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাকরিচ্যুত চার হাজার কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় তোপখানা রোডের ফারইস্ট টাউয়ারের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার কোম্পানির সাবেক জোনাল ইনচার্জ ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক পরিষদের প্রধান আহ্বায়ক এস এম নুরুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

মানববন্ধনের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লেখা চিঠিতে বলা হয়, কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক এমডি এবং সিইও মো. হেমায়েত উল্লাহর আমাদের প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীদের নির্দয় ও বে-আইনিভাবে চাকরিচ্যুত করেছে। এ বিষয়ে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চাই।