দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। তবে এর মধ্যে চার কোম্পানির লেনদেনের চমক দেখিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এর মধ্যে চার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৫ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকার।

লেনদেনের শীর্ষে রয়েছে আল আরাফাহ ইসলামি ব্যাংকের। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার। এছাড়া চতুর্থ কার্যদিবসে ফিনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৬৭ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮৬ লাখ ১৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬০ লাখ ১২ হাজার টাকার, সোনালী পেপারের ৪৭ লাখ ৮৯ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৩৫ লাখ ৯০ হাজার টাকার, বে-লিজিংয়ের ২৫ লাখ ৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৪ লাখ ১৪ হাজার টাকার,

ডাচ বাংলা ব্যাংকের ১০ লাখ ৫২ হাজার টাকার, প্রগতি লাইফের ৯ লাখ ৯৫ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৭ লাখ ৬৭ হাজার টাকার, অ্যাডভেন্টের ৬ লাখ ৯৪ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ৬ লাখ ৫২ হাজার টাকার, সিলভা ফার্মার ৬ লাখ ৫২ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।