দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটারের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করছে। ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। আজ কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কোম্পানির ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন । কোম্পানিটি লভ্যাংশের নামে কাগজ ধরিয়ে দিচ্ছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১টাকা ২৩ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ১৮ টাকা ৯৮ পয়সা। ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।