দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজা‌রে তা‌লিকাভুক্ত খাদ‌্য এবং আনুষা‌ঙ্গিক খা‌তের ২০‌ কোম্পানির ম‌ধ্যে ১২টি কোম্পা‌নির প্রথম প্রা‌ন্তিক ও তৃতীয় প্রা‌ন্তি‌কে মুনাফা বে‌ড়ে‌ছে। বা‌কি আট কোম্পানির ম‌ধ্যে ৫‌টি লোকসা‌নে র‌য়ে‌ছে। বা‌কি ৩টির এখনও ‌বোর্ড মি‌টিং হয়‌নি। ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূ‌তে্র এ তথ‌্য জানা গে‌ছে।

জানা গে‌ছে, মুনাফায় বৃদ্ধি পাওয়া ১২‌টি কোম্পা‌নির ম‌ধ্যে র‌য়ে‌ছে এএম‌সি (প্রাণ), এ্যাপেক্স ফুড, বঙ্গজ, জে‌মি‌নি সী ফুড, গো‌ল্ডেন হার্ভেস্ট, লা‌ভে‌লো, ন‌্যাশনাল টি, অলি‌ম্পিক এ্যাক্সেস‌রিজ, র‌হিমা ফুড, আর‌ডি ফুড, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাক‌ো এবং ইউ‌নি‌লিভার কনজিউমার্স লিমিটেড।

এএম‌সি (প্রাণ): কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ২ টাকা ১৬ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ২১ পয়সা।

এ‌পেক্স ফুড: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ৬৭ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ৩৭ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ৩০ পয়সা।

বঙ্গজ: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে (জুলাই-‌সে‌প্টেম্বর`২১) শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ০৬ পয়সা। আগের বছর একই সম‌য়ে শেয়ার প্রতি লোকসান ছি‌লো ১২ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

জে‌মি‌নি সী ফুড: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ১ টাকা ৫৬ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি লোকসান ছি‌লো ৪ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টি লোকসান কা‌টি‌য়ে আ‌য়ে ফি‌রে‌ছে।

গো‌ল্ডেন হার্ভেস্ট: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ০২ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি লোকসান ছি‌লো ৩৪ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টি লোকসান কা‌টি‌য়ে মুনাফায় ফি‌রে‌ছে।

লা‌ভে‌লো: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ৪০ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ৩৭ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ০৩ পয়সা।

ন‌্যাশনাল টি: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ৩ টাকা ৪৫ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ২ টাকা ১১ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ১ টাকা ৩৪ পয়সা।

অ‌লি‌ম্পিক এ‌্যাক্সেসরিজ: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ২ টাকা ০৬ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় ক‌মেছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ৭৫ পয়সা।

র‌হিমা ফুড: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ০৪ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ০৬ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় ক‌মেছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ০২ পয়সা।

আর‌ডি ফুড: কোম্পানি‌টির প্রথম প্রা‌ন্তিকে(জুলাই-‌সে‌প্টেম্বর`২১) তিন মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ৪১ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১৬ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ২৫ পয়সা।

বৃটিশ আ‌মে‌রিকান ট্যোবা‌কো: কোম্পানি‌টির প্রথম তিন প্রা‌ন্তিকে(জানুয়া‌রি-‌সে‌প্টেম্বর`২১) নয় মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ২১ টাকা ৪১ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১৬ টাকা ১৫ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ২১ পয়সা।

ইউ‌নিলিভার: কোম্পানি‌টির প্রথম তিন প্রা‌ন্তিকে(জানুয়া‌রি-‌সে‌প্টেম্বর`২১) নয় মা‌সে শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ১৩ টাকা ৫২ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে কোম্পানি‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১১ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ প্রথম প্রা‌ন্তি‌কে কোম্পা‌নি‌টির আয় বে‌ড়ে‌ছে আ‌গের বছ‌রের তু‌লোনায় ১ টাকা ৮৫ পয়সা।

একই খা‌তে লোকসা‌নে থাকা ৫ কোম্পা‌নির ম‌ধ্যে র‌য়ে‌ছে ফাইন ফুড, শ‌্যামপুর সুগার, জিল বাংলা, মেঘনা ক‌ন্ডেন্স মিল্ক এবং মেঘনা পেট ইন্ডা‌স্ট্রিজ লি‌মি‌টেড। তিন কোম্পানির এখনও প্রথম প্রা‌ন্তিক প্রকাশ করা হয়‌নি। এইতিন কোম্পা‌নির ম‌ধ্যে র‌য়ে‌ছে বিচ হ‌্যাচারীজ, এমা‌রেল্ড অ‌য়েল এবং ফু ওয়াং ফুড লিমিটেড।