দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৮৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। মুলত হতাশার একদিন পর চাঙ্গা দেশের পুঁজিবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক্সপোজার লিমিটের নতুন ঘোষণায় বাজারে বড় উত্থান হয়েছে। এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এক্সপোজার লিমিট নিয়ে নতুন ঘোষণা দেন। মঙ্গলবার দরপতনের পর বুধবার চাঙ্গাভাবের মধ্যদিয়ে লেনদেন হলো পুঁজিবাজারে। এর আগে টানা ছয়দিন পর সোমবার (২৯ নভেম্বর) পুঁজিবাজারে উত্থান হয়েছিল। সেদিন সূচক বেড়েছিল ২১ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার বাজারে লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির। অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর প্রধান সূচক ১৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ ২৯ হাজার টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, ডেল্টা লাইফ, একমি পেস্টিসাইডস, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসেস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির। অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ২৮২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০ কোটি ২৮ লাখ ৬০ হাজার ৩৯৭ টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ জানান, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ড এক্সপোজার লিমিটের (অর্থাৎ পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা) বাইরে রাখা হবে। একইসঙ্গে বাজারদরের পরিবর্তে কস্ট প্রাইসের (ক্রয়মূল্য) ভিত্তিতে এক্সপোজার লিমিট গণনা করা হবে।