দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে ডিসেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৩টি বা ৬০ শতাংশ কোম্পানির। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২টি বা ৪০ শতাংশ কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া তিন কোম্পানির মধ্যে রয়েছে ফু ওয়াং সিরামিক, আরএকে সিরামিক এবং স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া এই তিন কোম্পানির মধ্যে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ফু-ওয়াং সিরামিকের। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক আর তৃতীয় অবস্থানে রয়েছে আএকে সিরামিকস লিমিটেড।

ফু-ওয়াং সিরামিক: কোম্পানিটিতে নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৭.০৭ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৫৪ শতাংশ। ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ৯.৬১ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৬০.৩১।

স্ট্যান্ডার্ড সিরামিক: কোম্পানিটিতে নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৪.১৬ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.২৩ শতাংশ। ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ৪.৩৯ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৬ টাকায়। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে নেগেটিভ।

আরএকে সিরামিক: কোম্পানিটিতে নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৮.৪৮ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৮ শতাংশ। ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ১৮.৫৬ শতাংশে।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ টাকা ৫০ পয়সায়। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৭.৮১। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা দুই কোম্পানির মধ্যে রয়েছে মুন্নু সিরামিক এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

মুন্নু সিরামিকস: কোম্পানিটিতে নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৫.১১ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.০১ শতাংশ। ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে অবস্থান করছে ৪.১০ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৭ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৩৯.৬৪।

শাইনপুকুর সিরামিক: কোম্পানিটিতে নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৯.৭৭ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৪০ শতাংশ। ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে অবস্থান করছে ৯.৩৭ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩৮০।