দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট। এমন বড় উত্থানে সূচককে টেনে তোলার সর্বোচ্চ অবদান ছিলো ৭ কোম্পানির। সূচক বৃদ্ধির এমন বড় চেষ্টায় থাকা সাত কোম্পানির উপর ভর করেই গেলো সপ্তাহে বাজার চাঙ্গা ছিলো। এই সাত কোম্পানির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট।

এই ৭ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, এসিআই লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, লিনডে বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই সাত কোম্পানির মধ্যে সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮.৩০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬০ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা। সপ্তাহের প্রথম দিন কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১৪৯ টাকা।

সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে এসিআই লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২৭ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬ টাকা ২০ পয়সা। সপ্তাহের প্রথম দিন কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২৯১ টাকা ২০ পয়সা।

সূচক বৃদ্ধিতে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে বিএসআরএম লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫.৭০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহের প্রথম দিন কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১০৩ টাকা ৬০ পয়সা।

সূচক বৃদ্ধিতে ৪র্থ সর্বোচ্চ অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮ টাকা ৫০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৫৭ টাকা।

সূচক বৃদ্ধিতে ৫ম সর্বোচ্চ অবদান রেখেছে লিনডে বিডি লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮৬৪ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬০ টাকা ৬০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১৭০৩ টাকা ৮০ পয়সা।

সূচক বৃদ্ধিতে ৬ষ্ঠ সর্বোচ্চ অবদান রেখেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৯ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১২৫ টাকা ৯০ পয়সা।

সূচক বৃদ্ধিতে ৭ম সর্বোচ্চ অবদান রেখেছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৮০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০২ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৯৭ টাকা।

এই সাত কোম্পানির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৫৭ পয়েন্ট বা মোট উত্থানের ৬৫ শতাংশ। গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচকের উত্থান হয়েছে ৮৮ পয়েন্ট।