দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৩৯ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিক্যান্টসের দর কমেছে ১২ দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের দর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯০ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাসের ১০.৪৮ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের ১০.৪০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৯.৮২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৩১ শতাংশ, পাওয়ার গ্রিডের ৬.৫০ শতাংশ, ন্যাশনালল টিউবসের ৫.৮৮ শতাংশ এবং ইফাদ অটোর ৫.৪৬ শতাংশ।