মোঃ রউফ, দেশ প্রতিক্ষণ, কয়রা, খুলনা:  সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ শ পিচ হরিণ ধরার ফাঁদ, ৩ টি নৌকা সহ ৪ হরিণ শিকারীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে হরিণ ধরার অন্যান্য সরঞ্জাম উদ্ধর করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে সুন্দরবনের মুড়–লি কুরুলি খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদ সহ তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন: কয়রা উপজেলার জোড়শিং গ্রামের কোহিনুর ইসলাম (২৭) আমিনুল রহমান (২৮) আহসান দুলাল (২৬) ও হেলাল গাজী (২৫)।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে। আটককৃত আসামীদের কে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।