মোঃ রউফ কয়রা, দেশ প্রতিক্ষণ, খুলনা: খুলনার কয়রা উপজেলার ১নং কয়রা গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের পুত্র ইমরান হাওলাদার (১৯) দুর্বৃত্তের ছুরির আঘাতে গত শুক্রবার রাতে মারা যাওয়ায় নিহতের পিতা বাদী হয়ে শুক্রবার কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলার এজাহারভুক্ত ৪ জন আসামী স্থানীয় খেজুরবাগ গ্রামের রমজান সরদারের দুইপুত্র আমিরুল সরদার ও জামিরুল সরাদার, মোশারফ আলীর পুত্র লবিব এবং সিরাজুল ইসলামের পুত্র মেহেদীকে আটক করেছে।

আসামীদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কয়রা, খুলনার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সোহাইল।

উল্লেখ ফেসবুক ট্যাকিং করা ও টিকটক খেলাকে কেন্দ্র করে ইমরানের সাথে প্রতিপক্ষের সৃষ্ট মারামারিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপর্যুপরি ছুরির আঘাতে ইমরান গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়ার পথে ঐ রাতে তার মৃত্যু ঘটে। লাশ খুলেনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যার পর ইমরানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।