দেশ প্রতিক্ষণ, ঢাকা: বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহতের কথা জানিয়েছে পুলিশ। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুমা-রোয়াংছড়ি সীমানায় মরদেহগুলো পাওয়া গেছে।

একটি সূত্র জানিয়েছে, জেএসএস ও মগ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। তবে দুর্গম এলাকা হওয়া পুলিশ এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি। তবে চার জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন বলে জানিয়েছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ‘চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিম পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিম পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

তবে পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা দাবি করেন, ‘পাইন্দু ইউনিয়নে গোলাগুলির ঘটনা ঘটেনি। এ ঘটনা রোয়াংছড়িতে ঘটেছে।’