দেশ প্রতিক্ষণ, চট্টগ্রাম: বাণিজ্য নগরী চট্টগ্রামের উন্নয়ন হলেই সারাদেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ক্ষেত্রে চট্টগ্রামের বিরাট অবদান রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়ন করা আমাদের দায়িত্ব। বুধবার চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

এদিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে চট্টগ্রাম রেডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম প্রান্তে রেডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

জানা যায়, শেখ হাসিনা পানি শোধনাগার-২ ছাড়াও পানি শোধনাগার-১ ও শেখ রাসেল পানি শোধনাগার থেকে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে মহানগরীর গণ্ডি পেরিয়ে চট্টগ্রামের আশপাশের পৌরসভাগুলোতে পানি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পটি চার হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়।

এর মধ্যে জাইকা তিন হাজার ৬২৩ কোটি ২৮ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা এবং চট্টগ্রাম ওয়াসা নিজস্ব তহবিল থেকে ২৩ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করেছে। এ প্রকল্পের মাধ্যমে ওয়াসার পানি শোধনক্ষমতা বৃদ্ধি পেল দৈনিক আরও ১৪ কোটি লিটার।