মোঃ রউফ কয়রা, খুলনা: সুন্দরবনের সংরক্ষিত এলাকায় বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ২ জনকে আটক করেছে বন বিভাগ। এসময় ২৫ কেজি চিংড়ি মাছ, নিষিদ্ধ ভেষালী জাল ও বিষের বোতল করা হয়।

১৯ মার্চ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে, পশ্চিম সুন্দরবন( খুলনা রেঞ্জের) গেঁওয়াখালি বনটহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ২০ নং কম্পার্টমেন্ট (সংরক্ষিত বনাঞ্চলের) বাইশের খাল এলাকায় বিশ প্রয়োগ করে নিষিদ্ধ ভেসালী জাল দিয়ে মাছ ধরা কালে গেঁওয়াখালি বনটহল ফাঁড়ির কর্মকর্তা (এফজি) রেজাউল করিমের নেতৃত্বে, বনবিভাগের একটি দল, বাইশে খাল এলাকা থেকে আওসাফুর গাজী (২৬) ও কামাল গাজী (৪০) কে আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে বিষ দিয়ে ধরা ২৫ কেজি চিংড়ি মাছ,১টি নিষিদ্ধ ভেষালী জাল ও ৫টি বিষের বোতল উদ্ধার করে। পরবর্তীতে জব্দকৃত জাল, মাছ, বিষের বোতল সহ ধৃতদের বেক্তি দের কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটককৃতরা কয়রা উপজেলার কয়র সদর ইউনিয়নের ৪ নং কয়রা পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা।