দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিএনপির সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুজিবনগর সরকারের চাকুরে ছিলেন। অথচ তারা মুজিবনগর দিবস পালন করে না। মুজিবনগর দিবস পালন না করা মুক্তিযুদ্ধকে অস্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন মন্ত্রী।

আজ রবিবার মুজিবনগর দিবস উপলক্ষে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পরে জায়গাটিকে মুজিবনগর নাম দেওয়া হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওই সরকার গঠিত হয়েছিল। তিনি কারাগারে ছিলেন বলে শপথ নিতে পারেননি। এই মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।’

মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও অন্যদের নিয়োগ দেওয়া হয়েছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মুজিবনগর সরকারের অধীনে একজন চাকুরে ছিলেন। অন্য সেক্টর কমান্ডারের মতো তিনিও ৪০০ টাকা বেতন পেতেন।’

তবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তথ্যমন্ত্রী। বলেন, ‘দলিল-দস্তাবেজ বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেন।’

স্বাধীনতার পর জিয়াউর রহমান শেখ মুজিবের সরকারের সময় উপ-সেনাপ্রধান, পঁচাত্তরের পটপরিবর্তনের পর সেনাপ্রধান এবং পরে দেশের রাষ্ট্রপতি হন। তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মুজিবনগর দিবস পালন না করায় বিএনপির সমালোচনা করেন তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। অথচ জিয়াউর রহমান এই সরকারের চাকুরে ছিলেন।’

মুজিবনগর দিবস পালন না করা স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করার শামিল বলে মনে করেন তথ্যমন্ত্রী। বলেন, ‘বিএনপির মুজিবনগর দিবস পালন না করা প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা, স্বাধীনতার সংগ্রামকে অস্বীকার করার শামিল।’