দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৯ লাখ ৫ হাজার ৬৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্যালভো কেমিক্যাল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফরচুন সুজ ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাট্টালি টেক্সটাইল ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে: আমরা টেকনোলজি, এসিআই, এডিএন টেলিকম, বঙ্গজ, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, আইপিডিসি,

লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, আরডি ফুড, রবি, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল, ভিএফএস থ্রেড ডাইং ও ইয়াকিন পলিমার লিমিটেড।