দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে সমাপ্ত অর্থ বছরের ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন এনেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের পরিবর্তে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার ২ জুন কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডাররা এই ডিভিডেন্ড অনুমোদন করেছে। তথ্য অনুযায়ী, কোম্পনিটি এর আগে পর্ষদ সভায় ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য শেয়ারহোল্ডাররা এ ডিভিডেন্ড অনুমোদন করেছে।