দেশ প্রতিক্ষণ, ঢাকা: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুঁজিবাজারের বিনিয়োগসীমা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে শেয়ারের ক্রয়-মূল্যের ভিত্তিতে পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ নির্ধারণ (Exposure to Capital Market) চালু হতে যাচ্ছে।

এ সংক্রান্ত বিষয়ে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার (০২ আগস্ট) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপসচিব মো: জেহাদ উদ্দিন সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

সূত্র মতে, এর আগে গত ১৭ জুলাই বিষয়টি সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এর প্রেক্ষিতে আজ ২ আগস্ট,২০২২ বিষয়টি পরিস্কার করে একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ২৬ এর ক ধারায় ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবয়নে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা (Exposure to Capital Market) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই বাজারমূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারনে ক্রয়কৃত মূল্যকে (কস্ট প্রাইস) বাজার মূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।এর আগে গত ১৮ জুলাই বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেওয়ার দাবি জানিয়ে আসা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাতে সাড়াঁ দেয়নি। তবে আব্দুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সেই সমস্যা সমাধানের আশা বিনিয়োগকারীদের মধ্যে জাগে।