দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে প্রয়োজনে বিদ্যমান আইনের কিছু ধারা শিথিল করা হবে। তবে খেয়াল রাখতে হবে এর সুযোগে যেন দুষ্ট লোকেরা এসে পরিবেশ নষ্ট করতে না পারে। স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসার আহ্বান জানিয়েছেন । পাশাপাশি স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য আলাদা বোর্ড প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটঃ টেক স্টার্টআপ ও প্রবৃদ্ধিশীল কোম্পানির সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টার্টআপ বাংলাদেশ যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ এবং বিভিন্ন স্টার্টআপ কোম্পানির উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।