ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির লেনদেনের শীর্ষে

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪২ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি২৩ লাখ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে ৫ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৫ কোম্পানির লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৬৭ লাখ ১৮ হাজার টাকার। পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকার।
এছাড়া, মারিকোর ৩ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ৬০ লাখ টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৮১ লাখ ১২ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৭৪ লাখ টাকার, মোজাফফর হোসেনের ৬৬ লাখ ৯৬ হাজার টাকার, মালেক স্পিনিং এর ৫৫ লাখ ২৩ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৫৪ লাখ ৫৪ হাজার টাকার,
সী-পার্লের ৪৯ লাখ ৭৮ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৪৯ লাখ ৪৯ হাজার টাকার, জিএসপি ফাইনেন্সের ৪৩ লাখ ৯১ হাজার টাকার, ইন্ট্রাকর ৪০ লাখ ৯৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৩৯ লাখ টাকার, সালভো কেমিক্যাল এর ৩৪ লাখ ৫ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইল্যার ৩৩ লাখ ৬১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩২ লাখ ১৬ হাজার টাকার, ম্যাকসন স্পিনিং এর ২৪ লাখ ৯০ হাজার টাকার,
বেক্সিমকো লিমিটেডের ২২ লাখ ১০ হাজার টাকার, ইমাম বাটনের ১৭ লাখ ৬৭ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ১৬ লাখ ৫৭ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১৫ লাখ ৮৩ হাজার টাকার, একমি পেস্টিসাইডের ১৫ লাখ ৭৯ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ১৪ লাখ ২৭ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১৩ লাখ ১৯ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ১৩ লাখ ৬ হাজার টাকার, আমরা টেকের ১২ লাখ ৬০ হাজার টাকার,
বিডি থাইয়ের ৮ লাখ ৪১ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৮ লাখ ২৩ হাজার টাকার, সিম টেক্সটাইলের ৭ লাখ ৮০ হাজার টাকার, কপার টেকের ৭ লাখ ৫৬ হাজার টাকার, তিতাস গ্যাসের ৭ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ ৯২ হাজার টাকার,
আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৪৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লাখ ৪৭ হাজার টাকার, ইউনিয়ন ক্যাপিটাল এর ৫ লাখ ২৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৫ লাখ ২০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।