দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকার।

দ্বিতীয় সব্বোর্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে। তৃতীয় সব্বোর্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের। কোম্পানিটির ২ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া, বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ৫৪ লাখ ১৬ হাজার টাকার,, সী পারলের ৮০ লাখ ৭ হাজার টাকার, ফরচুন সুজের ৬৫ লাখ ২৭ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬০ লাখ ৮৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫৪ লাখ ৬৫ হাজার টাকার, ইন্ট্রাকর ২৮ লাখ ৮০ হাজার টাকার,

সালভো কেমিক্যালের ২৭ লাখ ৬৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২২ লাখ ৬৪ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ২২ লাখ ১৯ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ২১ লাখ ৭১ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ২০ লাখ ১৬ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৭ লাখ ২৭ হাজার টাকার, ই জেনারেশনের ১৬ লাখ ৯৭ হাজার টাকার, রেনাটার ১৬ লাখ ৫৬ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৫ লাখ ৫১ হাজার টাকার,

আই এস এন লিমিটেডের ১৫ লাখ টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৩ লাখ ১৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১১ লাখ ৩৪ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১০ লাখ ৬৪ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ১০ লাখ ৬৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১০ লাখ ৪৬ হাজার টাকার, আনলিমা ইয়ার্নের ১০ লাখ ২৩ হাজার টাকার, প্রগতি লাইফের ৯ লাখ ৮০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৮ লাখ ৫ হাজার টাকার,

সোনালী পেপারের ৭ লাখ ৭১ হাজার টাকার, মেঘনা লাইফের ৭ লাখ ১২ হাজার টাকার, রিং সাইনের ৭ লাখ টাকার, এএফসি এগ্রোর ৬ লাখ ৭০ হাজার টাকার, ইমরোল্ড ওয়লের ৬ লাখ ২৬ হাজার টাকার, মনস্পুল পেপারের ৬ লাখ ২০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স-১ম মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৫৭ হাজার টাকার, ম্যাক্সন স্পিনিংয়ের ৫ লাখ ৫০ হাজার টাকার, হাক্কানি পাল্পের ৫ লাখ ২৬ হাজার টাকার,

কাসেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫ লাখ ৭ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৫ লাখ ৬ হাজার টাকার, দেশবন্ধুর ৫ লাখ টাকার, হামিদ ফেব্রিক্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।