দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সমস্যার মধ্যে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোতে বিদ্যুতের সমস্যার প্রায় সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এছাড়া বিমানবন্দরে রপ্তানি পণ্য স্ক্যানিং করার জন্য যে জটিলতা ছিল তারও সমাধান হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি জানান, বিদ্যুতের সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে। তবে গ্যাসের সমস্যা রয়ে গেছে। এ সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। প্রতিমন্ত্রী দেশে বিদেশে যোগাযোগ করছেন। সমাধানের চেষ্টা করছেন। এছাড়া করোনাকালীন সময়ে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে পণ্য রপ্তানিতে জটিলতা তৈরি হয়েছিল বলে তিনি জানান। বর্তমানে বিমান বন্দরে ৪টি শক্তিশালী স্ক্যানার বসানো হয়েছে। এখন অনেক সময় এসব স্ক্যানার অলস সময় কাটাচ্ছে।

মেড ইন বাংলাদেশ অনুষ্ঠান সম্পর্কে বিজিএমইএ সভাপতি বলেন, ‘১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ আয়োজনে প্রায় ১৭টি ক্যাটাগরিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় আমরা তৈরি পোশাক খাতের যেসব নতুন নতুন কারখানা ও পোশাক উৎপাদনে পরিবর্তন নিয়ে এসেছি তা অংশগ্রহণকারীদের মাঝে উপস্থাপন করতে পেরেছি।

২০৩০ সালে তৈরি পোশাক খাতের যে রোডম্যাপ রয়েছে সে বিষয়ে আমরা পরিকল্পনা উপস্থাপন করেছি এবং আগামী ১৫ বছর তৈরি পোশাক খাতকে কোন পর্যায়ে দেখতে চাই সে বিষয়ে একটি দক্ষ টিম কাজ করছে। এই আয়োজনে সরকার উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে পেরেছি।’

ফারুক হাসান বলেন, ‘এ আয়োজনে আমরা এলডিসি গ্রেজুয়েশনের পরবর্তীতে করণীয় ও ইউরোপের বাজার সম্পর্কে একটি করণীয় ঠিক করতে পেরেছি। আমাদের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ এজন্য কাজ করছেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকেই গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ও ব্যক্তি, প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘এ আয়োজনে এমন ব্যক্তিরা এসেছেন যাদের জন্য বিদেশে গিয়ে হাজার ডলার খরচ করে দেখা করার জন্য অপহরণ করতে হয়। আমরা সেসব পর্যায়ের লোকদেরকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং তাদের নিকট বাংলাদেশের পোশাক শিল্প, বিজিএমএ সদস্যদের কারখানা, কর্ম পরিবেশ এবং বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তুলে ধরতে পেরেছি।’ সংবাদ সম্মেলনে বিজিএমইএর বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।