দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এম এল ডায়িংয়ের গাজিপুরের ভবানিপুরের কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্পিনিং ইউনিটে উৎপাদন পুনরায় শুরু হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোম্পানিটির ক্ষয়-ক্ষতি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৩০ নভেম্বর সিএসইর ওয়েবসাইটে এম এল ডায়িংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের খবরটি প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটি বিমা কভারেজের আওতায় রয়েছে এবং ক্ষয়-ক্ষতি পরবর্তীতে নির্ধারণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে এম এল ডায়িংয়ের গাজিপুরের ভবানিপুরে কারখানার স্পিনিং ইউনিটে অগ্নিকাণ্ড ঘটে। এতে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।