দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ২৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেন ছাত্রলীগের ৩০তম সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম সুমন ও যুগ্ম-সাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান।

এবারের ছাত্রলীগের সম্মেলনে মনোনয়নপত্রের দাম ধরা হয়েছিল তিন হাজার টাকা। সেই হিসাবে এবার সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র বিক্রি থেকে ছাত্রলীগের আয় সাড়ে সাত লাখ টাকারও বেশি।

সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, আমরা মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করেছি। অনেকেই মনোনয়নপত্র কিনেছেন। তবে সবাই জমা দেননি।

তিনি বলেন, এসব মনোনয়নপত্র সংগ্রহ শেষ করে তা গঠনতান্ত্রিক নিয়মে যাচাই-বাচাই করবো। এরপর সেগুলো আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাবো। তিনি পরে প্রয়োজন হলে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তথ্য সংগ্রহ করবেন।