দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ০৫ লাখ ৭৬ হাজার টাকার।
জেনেক্স ইনফোসিসের ৩৮ কোটি ৪০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, সী পার্ল বীচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনিয়ন হোটেল এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।