uttara-finance

দেশ প্রতিক্ষণ, ঢাকা : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করছে উত্তরা ফাইন্যান্স । আজ সোমবার কোম্পানির শেয়ার দর ৬ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৬.৫০ টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উত্তরা ফাইন্যান্স আজ ১৮ লাখ ১ হাজার ২৬৩ টি শেয়ার ১ হাজার ৯৪৫ বার হাতবদল হয়। দিনভর কোম্পানির শেয়ার দর ৬০.৯০ টাকা থেকে ৬৬.৫০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৬৬.৫০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৬০.৫০ টাকা যা আজ ক্লোজিং হয় ৬৬.৫০ টাকায়।

ডিএসইতে আজ টপটেন গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে উত্তরা ফিন্যান্স ৯.৯১ শতাংশ, রূপালি ব্যাংক ৮.১০ শতাংশ, ফু ওয়াং ফুডস ৭.৫৫ শতাংশ , সিটি ব্যাংক ৭.১৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ৬.৯৮ শতাংশ, ইস্টার্ন ব্যাংক ৬.৭৬ শতাংশ, বাটা সু ৬.২৪ শতাংশ স্টান্ডার্ড সিরামিক ৫.৭৬ শতাংশ এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ৫.১০ শতাংশ ও ট্রাস্ট ব্যাংকের ৪.৭৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।