Rupali-Banj-220151121131741

দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড । শেয়ারটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪৭৬ বারে ১৭ লাখ ৭৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৬ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ফুড প্রডাক্টস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ৩ হাজার ২৫১ বারে কোম্পানিটি ৭৩ লাখ ৬ হাজার ৭১২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রামীণ ওয়ান স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ৯০পয়সা বা ৫ দশমিক ৬৩ শতাংশ দর বেড়েছে। আজ ফান্ডটির ৩৩৪ বারে ১৬ লাখ ৫২ হাজার ৭৮৭টি ‌ইউনিট লেনদেন হয়েছে।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তুং হাই নিটিং, এবি ব্যাংক, আইএফআইসি, সি অ্যান্ড এ টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন ও সোস্যাল ইসলামী ব্যাংক।