Sandhani-Life-Insurance-দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে  আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮ দশমিক ৩১ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৮৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ ফান্ডটির ইউনিট দর ৭ দশমিক ৭৯ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন ৮১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৪ কোটি ৪ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকারসে ৭ দশমিক ৬১ শতাংশ, কেয়া কসমেটিকসে ৬ দশমিক ৭৯ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসে ৬ দশমিক ৭০ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজে ৫ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৫ দশমিক ৫৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডে ৫ দশমিক ০৫ শতাংশ এবং ইসলামী ব্যাংক বিডি লিমিটেডে ৫ দশমিক ০১ শতাংশ দর কমেছে।