দেশ প্রতিক্ষণ, ঢাকা: মিয়ানমার ৪০ কোটি ডলারের শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ছাড়ার অনুমতি দিয়েছে। যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মিয়ানমারের গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমার ইয়াংগুন স্টক এক্সচেঞ্জে (ইএসএক্স) শেয়ারের সরাসরি বিদেশি মালিকানা অনুমোদন করবে। শুক্রবার (১২ জুলাই) একটি নোটিশে মিয়ানমারের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রক সংস্থা বিদেশি ব্যক্তি এবং স্থানীয়ভাবে নিবন্ধিত সংস্থাগুলোকে ৩৫টি ক্ষেত্রে তালিকাভুক্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে।

কবে নাগাদ এটি কার্যকর হবে সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে ব্যবসায়িক তথ্য সংস্থা ফ্রন্টিয়ার মিয়ানমার রিসার্চের (এফএমআর) গবেষক ও বিশ্লেষক কো অং থাউ জিন আশা করছেন, এ ধরনের বিনিয়োগ চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। ২০১৮ সালের আগস্টে মিয়ানমার বিদেশি বিনিয়োগ আনতে নতুন আইন করেছে।