দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-এসভিপি (হেড অব এডমিনিস্ট্রেশন এন্ড ইস্ট্যাবলিশমেন্ট) খায়রুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন।

রও পড়ুন…

এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে আলোচনায় জেএমআই রাজ্জাক 

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ইস্টার্ন ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর দেশ প্রতিক্ষণকে নিশ্চিত করেছেন।

রও পড়ুন…

ডিএসই ৩ সিকিউরিটিজ হাউস “রেড জোনে”, দু:চিন্তায় বিনিয়োগকারীরা 

জানা গেছে, খায়রুল আলম করোনায় আক্রান্ত হয়ে প্রায় দু’সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন মুগদা জেনারেল হাসপাতালে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খায়রুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একইসঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করেছেন।