দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে শোকজ নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানিগুলো হলো- আলিফ ম্যানুফ্যাকচারিং এবং মোজাফফর হোসাইন স্পিনিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ৩১ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর গত ১০ আগস্ট ছিল ১৪.১০ টাকায়। আর ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৬.৫০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।

মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ১৯.৭০ টাকায়। আর ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৪.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।

আরো পড়ুন পুঁজিবাজারের সব খবর

• ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা হলেন শওকত জাহান খান

• আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর

• মিথুন নিটিংয়ের উৎপাদন বন্ধ, তবে কি কারসাজি!

• পুঁজিবাজারে বিশেষ তহবিলে বিনিয়োগ তথ্য মাসিক ভিত্তিতে চায় কেন্দ্রীয় ব্যাংক

• ডিএসই পাঁচ কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও

• ডিএসই’র শোকজের কবলে দুই কোম্পানি

• আইপিও ফান্ডের টাকায় মেশিন ক্রয় করেছে কপারটেক

• ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির লেনদেনের শীর্ষে