1456716364দেশ প্রতিক্ষণ ঢাকা : বন্ধুর সঙ্গে দেখা করবেন বলে সময় ঠিক করেছেন। সেই মতে ঠিক সময় মতো আপনি পৌঁছে গেছেন, কিন্তু দেখা নেই আপনার সেই বন্ধুর। কী করবেন তা না ভেবে বরং হোয়াটসঅ্যাপ অন করে দেখে নিন সেই বন্ধু এখন কোথায় রয়েছে।

না! কোনও কাল্পনিক গল্পগাথা নয়। আগামী দিনে এমনটাই হতে পারে। এ রকম ফিচার জুড়বে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীর রিয়েল টাইম লোকেশনও জানা যাবে এক নিমেষে। তবে কবে সেই সুবিধা মিলবে তা এখনও জানা যায়নি।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সন ২.১৬.৩৯৯+ এবং আইওএস-এর ক্ষেত্রে ২.১৭.৩.২৮-তে এই ফিচার কাজ করবে বলে টুইটারে ফাঁস করেছে এক সংস্থা। তবে এ নিয়ে এখনও কিছু জানাননি ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ব্যবহারকারীর রিয়েল টাইম লোকেশন জানতে হলে হোয়াটসঅ্যাপে ওই ফিচারটি ‘অন’ করতে হবে। ওই ফিচারটি ১, ২, ৫ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য ‘অন’ রাখা যাবে। তবে আপনি কোথায় রয়েছেন তা বন্ধুকে না জানাতে চাইলে এই ফিচারটি বন্ধ করে রাখতে পারেন।