দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার ওয়ারি ও রাজাবাজার লকডাউনের আওতায় আনার চিন্তা চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার থেকেই ওই দুই এলাকা লকডাউন করা হতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের আহ্বায়ক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, ওই দুটি এলাকায় দুই-এক দিনের মধ্যে লকডাউন হলে হতে পারে। মূল সিদ্ধান্তটা আসে ডিজি হেলথ থেকে। তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন থাকে। আমার জানা মতে এখন পর্যন্ত এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি বলেন, কোনো এলাকা লকডাউন করার জন্য বিশেষজ্ঞদের সুপারিশ লাগে। বাস্তবায়নের আগে উপরের লেভেলের অনুমতি লাগে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়েরও হতে পারে।

আরও পড়ুন…….

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনায় আক্রান্ত 

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক বলেন, আমরা টেলিভিশনে খবর দেখেছি কাল থেকে ওই এলাকায় লকডাউন। কিন্তু আমরা এখনও এ বিষয়ে সিদ্ধান্ত পাইনি। সিদ্ধান্ত পেলে আমরা লকডাউনে চলে যাব। আমাদের সব প্রস্তুতি আছে। আমাদের কাউন্সিলরদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।

গত গত ৩০ মহামারীর বিস্তার রোধে দুই মাসের বেশি সময় সাধারণ ছুটি শেষে হয়। এর পর সংক্রমণ বাড়তে থাকায় এলাকা ভিত্তিক লকডাউন নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে সরকার।

সরকারি হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে। আক্রান্তদের মধ্যে ৮৪৬ জন মারা গেছেন। বাংলাদেশ ইতোমধ্যে আক্রান্তে শীর্ষ ২০ দেশের তালিকায় স্থান পেয়েছে।