দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আসছে সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৮টি হলো : এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, পিপলস ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স।

রও পড়ুন…

ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি

ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিগুলোর এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হতে পারে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১০ শতাংশ নগদ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, প্রগতি ইন্স্যুরেন্স ২২ শতাংশ নগদ, ফেডারেল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ, জিএসপি ফাইন্যান্স ৬ শতাংশ নগদ ও ৪.৫০ শতাংশ বোনাস, পিপলস ইন্স্যুরেন্স ৮ শতাংশ নগদ এবং ঢাকা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়।