দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার অন্যান্য কোম্পানিকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মোট ৫০ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন..

পুঁজিবাজারের বিনিয়োগকারীরা উচ্চ সুদের কারণে অস্বস্তিতে

পুঁজিবাজারের উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করার কাজ হচ্ছে: শিবলী রুবাইয়াত

জানা যায়, আজ দিনশেষে কোম্পানিটি মোট ৫ লাখ ৪২ হাজার ৬৭২টি শেয়ার ১৯ হাজার ১১১ বার হাতবদল করেছে। সারাদিন কোম্পানিটির শেয়ার দর ৬৫.৬০ টাকা ৭.৫০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার দর ৮৭৪.৮০ টাকা থেকে ৯৪০.৪০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৯৪০.৪০ টাকায় লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৫ লাখ ৫৪ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯০ লাখ টাকা। বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৫৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৭৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।