দেশ প্রতিক্ষণ, ঢাকা: কক্সবাজারের পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের দেশিয় অস্ত্র তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে র‌্যাবের সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি হয়। এসময় অস্ত্রকারবারি ডাকাতদলের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

রও পড়ুন..

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীতের অঙ্গীকার

এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওখান আমাদের অভিযান চলছে। পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের অবস্থান রয়েছে। তারা সেখানে বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিল। র‌্যাব সেখানে অভিযানে গেলে তারা গুলিবর্ষণ করে। পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে।

রও পড়ুন..

পুঁজিবাজারে আসছে খ্যাতনামা নির্মাণকারী কোম্পানী মীর আক্তার

তিনি আরও বলেন, ডাকত দলের পাশাপাশি সেখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে। অভিযানকালে অন্য একটি অপরাধচক্র পালিয়ে গেছে। ঘটনার শুরুর দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ডাকাত দল গোলাগুলি করছিল। হতাহতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।