দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৪ অক্টোবরের অগ্নিকান্ডে কোম্পানির কারখানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ফ্লোরসহ হেড অফিসে ক্ষয়ক্ষতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন..

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন : জাপানি রাষ্ট্রদূত

ডিএসইর ট্রেক ৫ কোটি টাকা, জামানত ৩ কোটি

সূত্র জানায়, অগ্নিকান্ডের ঘটনায় কোম্পানির কারখানায় যন্ত্রপাতি, কাঁচামাল, সেমি-ফিনিশড, ফিনিশড পণ্য এবং কারখানা অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কারখানার মূল গুদামে যেখানে মালামাল রাখা হয়েছে সেখানে ফায়ার সার্ভিসের পানি দিয়ে ৪/৫ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোম্পানিটি আরও জানায়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতে কোম্পানিটি সরকারের সকল স্বাস্থবিধি মেনে পুরোদমে উৎপাদন করছে।