দেশ প্রতিক্ষণ, ঢাকা: দীর্ঘ এক বছর পর আগামীকাল (রোববার) পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) অর্থ উত্তোলন করা বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হতে যাচ্ছে। এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট অভিহিত মূল্যে লেনদেন শুরু করেছিল কপারটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। তারও আগে একই বছরের ২১ মে বুক বিল্ডিংয়ের মাধ্যেমে লেনেদেনে এসেছিল রানার অটোমোবাইল লিমিটিড। আরবীমা খাতে ২০১৬ সালে এসেছিল বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

রও পড়ুন…

ছয় ইস্যুতে পুঁজিবাজার স্থিতিশীলতার আভাস 

দীর্ঘ এক বছর পর পুঁজিবাজারে নতুন কোন কোম্পানির লেনদেন শুরু হচ্ছে। তাই কোম্পানিটিকে নিয়ে বিনিয়োগকারীদের জ্বল্পনা-কল্পনার শেষ নাই। বিশেষ করে কোম্পানিটির আইপিও বিজয়ীরা এর শেয়ার দর নিয়ে খুব টেনশনে রয়েছেন। ঠিক তেমনই নতুন বিনিয়োগের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদেরউষ্ণতা বাড়ছে! সকলেরই একই প্রশ্ন। কেমন হবে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়।

রও পড়ুন…

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইপিও কোম্পানির শেয়ার বিক্রির আগে বা বিনিয়োগের আগে কোম্পানিটির ব্যবসায়িক অবস্থা এবং আনুষঙ্গিক ইস্যুগুলো জানা জরুরি। তাহলে কোম্পানিটির শেয়ার ধরে রাখার ক্ষেত্রে কিংবা কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানেবীমা খাত বিনিয়োগকারীদের পছন্দের খাত। তবে, আইপিওতে আসা নতুন কোম্পানির শেয়ার মাঝে মধ্যেই বিনিয়োগকারীদের নি:শ্ব করে। তাই সর্তক হয়ে লেনদেনে সক্রিয় হতে হবে। পাশাপাশি বিনিয়োগের আগে অবশ্যই কোম্পানির তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করতে হবে।

কোম্পানির সংক্ষিপ্ত বিবরণ :“এন” ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। কোম্পানিটির ট্রেডিং কোড-EIL এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৪৮। শেয়ার সংখ্যা : ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার শেয়ার। অভিহিত মূল্যে মোট টাকা ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার। আইপিও অর্থ ব্যবহার : ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ নির্বাহ। আর্থিক প্রতিবেদন: এপ্রিল-জুন ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকে আইপিওর আগে ইপিএস ০.৪৫ টাকা। আইপিওর পরে ইপিএস ০.২৭ টাকা। আগের বছর একই সময়ের ইপিএস ০.২০ টাকা।

জানুয়ারি-জুন ২০২০ পর্যন্ত অর্ধবার্ষিকে আইপিওর আগে ইপিএস ০.৮৩ টাকা। আইপিওর পরে ইপিএস ০.৫০ টাকা। আগের বছরের একই সময়ের ইপিএস ০.৭৪ টাকা। ৩০ জুন ২০২০ পর্যন্ত সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ১৮.৪৬ টাকা। আইপিওতে ইস্যুকৃত শেয়ার বিবেচনায় এনএভিপিএস ১৫.০৮ টাকা।

ইস্যু ম্যানেজার : ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।